জামায়াতের মহাসমাবেশ সফল করতে তালায় র‌্যালি ও পথসভা

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তালায় পথ সভা ও র‌্যালি অনুষ্ঠিত। বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা শাখার আয়োজনে একটি র‌্যালি তালা উপশহর প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমীর আলহাজ্ব ডা.মাহমুদুল হক।

উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম পরিচালনা বক্তব্য রাখেন শ্রমিক কল্যানের সভাপতি মাষ্টার আমিনুর রহমান,খলিলনগর ইউনিয়নের আমির মাও,আকবর আলী প্রমূখ।এছাড়াও সংগঠনের অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা, আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মহাসমাবেশে যোগদানের আহ্বান রেখে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ ও পূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা আদায়ে আমাদের মহা সমাবেশটি অনুষ্ঠিত হবে।আমাদের সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। এসময় গোপলগঞ্জে ঘটে যাওয়া ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।