তালা প্রতিনিধিঃ
তালার খানপুর গ্রামের জাসদ নেতা ও ইউপি সদস্য মরহুম আব্দুল মজিদ সরদারের বড় ভাই গয়েজ সরদার (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার (৯ নভেম্বর) আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, মনিরামপুর শ্যামকুড় ইউনিয়নের সমাজসেবক মো. নজরুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দীন মোড়ল, জামায়াতে ইসলামী নেতা ও ওয়ার্ড সভাপতি ডা. মো. মোসলেম উদ্দীন মোড়ল, মরহুমের ভাই মাতব্বর মো. আব্দুল বারিক সরদার, মরহুমের বড় পুত্র মো.শাহাদাত সরদার, মাষ্টার শাহাজাহান আলী সরদার, মো. আবুল কাশেম, সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাস, মো. শাহিনুর রহমান বিশ্বাস, মো. মিলন সরদার ও মো. লাভলু সরদার প্রমুখ।
জানাযা নামাজে ঈমামতি করেন খানপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস। জানাযা নামাজ ও দাফন অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
