কুমিরায় মহিলা দলের ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত
তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সম্মেলন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
কুমিরা ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম ,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শামারুল ইসলাম মিলন, বিএনপি নেতা মন্টু, বাবলু, সাবেক ছাত্রনেতা বুলবুল, যুব নেতা সেলিম রেজা, ছাত্রনেতা রিজভী আহমেদ, কাজী মারুফ হোসেন, সাংবাদিক কে.এম. আনিছুর রহমান, খান নাজমুল হুসাইন ও মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও নারী সমাজের নিরাপত্তা হুমকির মুখে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি গ্রামে,বাড়িতে নারী অধিকার প্রতিষ্ঠায় সকল নারীদের ঐক্যবদ্ধ করতে হবে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এর ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে মহিলা দল মাঠে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, মহিলা দলের কর্মীরা হচ্ছেন আমাদের আন্দোলনের প্রাণশক্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম, সাহস আর ত্যাগের কারণেই আজও বিএনপি মাঠে টিকে আছে। আসন্ন নির্বাচনে তালা-কলারোয়াবাসী ধানের শীষকে বিজয়ী করবে—এটাই জনগণের প্রত্যাশা। সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা আমার জীবনের অঙ্গীকার। তালা-কলারোয়ার মানুষকে সঙ্গে নিয়েই আমরা এই অঞ্চলকে আবারও উন্নয়নের পথে ফিরিয়ে আনব। ভয় নয়, সাহস নিয়ে মাঠে নামুন। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। তিনি ইতিপূর্বে দুইবার সংসদ সদস্য থাককালীন যেমন জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন অঙ্গীকার ব্যক্ত করেন।
