তালায় জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালায় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) তালা উপজেলা প্রশাসন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে অঙ্কন প্রতিযোগিতায় তালা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এই উদ্যোগে শহীদদের স্মরণে রঙ ও তুলিতে ফুটে উঠেছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরবগাথা।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং চিত্রকলার শিক্ষক চন্দ্র শেখর দাস।

সার্বিক সহযোগিতায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার,সংগঠক মির্জা সাকিব,ছাত্র প্রতিনিধি শাহা জালাল আহমেদ রুমি, মেহেদী ইমরান, হাসিবুল ইসলাম শান্ত,মেহেদী হাসান আকাশ, সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ এবং আরও অনেকে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, এই জুলাই আমাদের মনে করিয়ে দেয়—ছাত্ররা যখন জাগে, তখন অন্যায় আর টিকে না। আমাদের এই চেতনা ধারণ করতে হবে, যেন বাংলাদেশের মাটিতে আর কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। তালা উপজেলা প্রশাসনকে এমন মানবিক ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।