তালা প্রতিনিধিঃ
তালায় খেশরায় মো. ইমদাদুল খাঁ (১৩) নামক এক মানসিক ভারসাম্যহীন শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার দক্ষিণ শাহজাদপুর গ্রামের মো. ইমান আলী খাঁ,র একমাত্র পুত্র।
স্থানীয়রা জানায়, খেশরার শাহাজাদপুর গ্রামের ইমদাদুল পাশ্ববর্তী মুড়োগাছা গ্রামের একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো। গত তিন মাস আগে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে জানা যায় সে মিনি স্ট্রোক করেছে। এরপর থেকে সে বাড়িতেই থাকতো। ট্রোকজনিত কারণে শিশু ইমদাদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলো। গতকাল রবিবার দুপুরে তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সাতক্ষীর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৭,তারিখ ০৬.০৭.২০২৫।
