তালায় উন্নয়ন কর্মীদের চাপের মুখে বৃদ্ধের আত্নহত্যা

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় গলায় লুঙ্গি পেঁচিয়ে কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।

এলাকাবাসী জানায়,গতকাল শনিবার (৫ জুলাই) সকালে তালার খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে কালিপদ দাশ (৭৫) বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম গাছের ডালে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে এলাকাবাসী জানান। তালা থানার এসআই ইব্রাহিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় মাঝিয়াড়া মহাশ্মশানে সৎকার সম্পন্ন করা হয়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দীন জানান, এ সংক্রান্তে তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে যার নং-২৬, তারিখ-০৫.০৭.২৫।