তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
তালা প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) তালা সদর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবুল কালাম বিশ্বাস সভাপতি, মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
গতকাল বিকাল ৪ টায় তালার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন তালা বিজ্র,পাটকেলঘাটা থানা সহ অসংখ্য রাস্তাঘাটা স্কুল কলেজের উন্নয়ন করেছি। আমি আপনাদের কাছে বহু বার পরীক্ষা দিয়েছি। এবং সেই পরীক্ষায় পাশ করেছি। আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। আমাকে মিথ্যা মামলায় ৭০ বছর জেলে দিয়েছিল স্বোরাচার সরকার। ৫ আগস্ট সরকার পতনে আমি মুক্তি পেয়েছি। এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে তার প্রমাণ আমি রেখেছি। আগামীতে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ও আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি কর্মীকে সুন্দর ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। এসময় তিনি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশ দেন।
তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের টিম প্রধান আবু হাসান হাদী। তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খলিলনগর বিএনপি নেতা মাস্টার শাহাদাত,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,তালা থানা জাসাসের আহবায়ক ফারুক হোসেন,সদস্য সচিব রাসেল বিশ্বাস, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সামরুল ইসলাম মিলন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান আরিফ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান সাগর, তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খাঁন নাজমুল হুসাইন, প্রমুখ।
