তালা প্রতিনিধি
তালায় মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় বন্ধে বিজিবির নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ টি ফার্মেসিকে পৃথক ভাবে ১৬ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার(১৪ ই আগস্ট) দুপুরে তালা উপ-শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মুখের ফার্মেসী গুলোতে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার ঔষধ পরিদর্শক মোহাম্মাদ বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের সাতক্ষীরা ( ৩৩ বিজিবি) অপারেশন কর্মকর্তা নায়েক সুবেদার শামীম আলম, তালা উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামান মনি সহ বিজিবি সদস্যরা প্রমুখ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে, যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে আবিরন ফার্মেসি: ৫ হাজার টাকা,সাবা ফার্মেসি: ৩ হাজার টাকা,সাচ্চু ফার্মেসি: ২ হাজার টাকা,তাসা ফার্মেসি: ২ হাজার টাকা,জোহরা ফার্মেসি: ৩ হাজার টাকা,নওশাদ ফার্মেসি: ৫০০ টাকা,মদিনা ফার্মেসি: ৫০০ টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
