তালায় আন্তঃ ইউনিয়ন ফুটবল ফাইনাল খেলায় সরুলিয়া একাদশ বিজয়ী

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় উপজেলা যুব জামায়াতের আয়োজনে আহত ও শহীদদের স্মরণে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকার সময় তালা ব্রজেন দে ফুটবল মাঠে জুলাই আহত ও শহীদদের স্মরণে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পূর্ব মুহূর্তে তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ও ফাইনাল খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা নায়েবে আমির মোঃ নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা থানার পুলিশ কর্মকর্তা এস আই সুমন তালা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল – আমিন পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক (নয়া দিগন্ত) অধ্যাপক ইয়াসিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন।

ফাইনাল খেলায় তালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ট্রাইবেকারে সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ তালা ইউনিয়ন ফুটবল একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে সরুলিয়া ইউনিয়ন বিজয় লাভ করেন। খেলা পরিচালনা করে সাতক্ষীরা জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য বরুন কুমার সানা, সহকারী রেফারি মোঃ আফজাল হোসেন,সহঃ রেফারি উত্তম বাছাড়। সাবিক অনুষ্ঠান পরিচালনায় মহিবুল্লাহ মুহিব, সাংবাদিক ( তৃতীয় মাত্রা) এস এম মোতাহিরুল হক শাহিন, রবিউল ইসলাম রবি, ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক(সংগ্রাম) কামরুজ্জামান মিঠু ও হাবিবুর রহমান।