তালায় জাপার মাইলস্টোনে স্কুলের নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়ানুষ্ঠান

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ঢাকার দিয়াবাড়ি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী নিহতের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ শে জুলাই) বিকালে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সি. সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলেমেদ্বীন আব্দুল আলীম হুজুর।

এসময় উপস্থিত ছিলেন, আধ্যত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার, তালা উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আব্দুল লতিফ শেখ, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম খাঁন,জাপা নেতা রহমত আলী গোলদার,হায়দার আলী সরদার, সালাম মলঙ্গী,পার্থ প্রতিম মন্ডল, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব সংহতি নেতা লুৎফর রহমান, বাহারুল ইসলাম মোড়ল,মতিয়ার সরদার, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু প্রমুখ। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের সাহেব এর নিদের্শ সকল উপজেলা ও জেলায় এ কর্মসূচি পালন করা হয়।