তালা প্রতিনিধি
তালায় জুলাই শীদ দিবস উপলক্ষ্যে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে ২-৪ গোলের ব্যাবধানে তালা বি দে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
তালা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস দিপা রানী সরকার। উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার মন্ডল,মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমীক সুপার ভাইজার প্রভাস কুমার দাস,তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মির্জা সাকিব,লাবলুর রহমান, আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন ক্রিয়া ব্যক্তিত্ব। জুলাই স্মৃতি ধরে রাখতে তালা উপজেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
