তালা সাতক্ষীরা থেকে:-
এই প্রতারককে ধরিয়ে দিন, প্রতারকের নাম মোঃ মাজেদ সরদার,পিতা -মৃত আনছার আলী সরদার,গ্রাম- আলাদীপুর ,থানা-তালা , জেলা – সাতক্ষীরা। সে জমি বিক্রয় করবে বলে ১১লক্ষ টাকা নিয়ে জমি রেজিষ্ট্রি না করে দিয়ে উধাও হয়ে গেছে। এছাড়া সে বিজ্ঞ সাতক্ষীরা আদালত থেকে সেশন – ৩৫৪/২৫ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় উক্ত মামলায় ১ বছরের সাজা হয়েছে। একে খুঁজতে উক্ত মামলার বাদি ১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন।
পুরুষ্কার ঘোষণাকারী :-
মোঃ ইউনুছ আলী মোড়ল
মোবাইল ফোন নাম্বার +880 1923-403546 ,
