তালায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় মাঝিয়াড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত বাবু উদয় সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন, বিএনপির তালা উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিশ্বাস আবুল কালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার,পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অমল সেন,তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ সরদার প্রমূখ। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীর জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তরা অনুষ্ঠানে যোগ দেন। এসময় ভক্তরা রথের রশি টেনে মাঝিয়াড়া জগন্নাথ মন্দির হতে গোপালপুর হয়ে মোবারকপুর মন্দিরে গিয়ে রথ যাত্রা শেষ করেন। পরে তিনি উপজেলার খলিনগর ইউনিয়নের ঘোষনগর লোকনাথ মন্দিরের রথযাত্রায় অংশগ্রহন করেন।