তালা প্রতিনিধিঃ
তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শেখ ফারুক হোসেন রানার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৭ ই সেপ্টেম্বর) বিকালে ৪ টার সময় তালা ডাকবাংলো চত্বরে স্মরন সভা ও দোয়ানুষ্ঠানে তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চায়ালী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বাস ওয়াজেদ আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল হোসেন,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, তালা উপজেলা জাসাস এর সদস্য সচিব আবু রাসেল বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট রেজাউল ইসলা রেজা, সার্জেন্ট আব্দুর রহিম, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনারুল ইসলাম আনু, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ,সৈয়দ আজম, সাবেক জাসাস নেতা শিক্ষক নাসির নাহিদ তালাসদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাজু আহমেদ,সদস্য সচিব সরদার কামরুল,ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মমিন, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক মীর মিল্টন, তালা উপজেলা ছাত্র দলেরর যুগ্ম আহবায়ক রাসেল আব্রাহাম জজ, খলিলনগর ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক জাফর ইকবল, তালা সরকারী কলেজের আহবায়ক সোহাগ হোসেন সাগর প্রমুখ।
