তালায় বজ্রপাতে ললিত মন্ডল নিহত

Date:

Share:

তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালার কাটবুনিয়া গ্রামে মৎস্য ঘেরে অবস্থান কালে বজ্রপাতে ললিত মন্ডল (৫০) নামের একজন মৎস্যচাষী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কাঠবুনিয়া গ্রামে বামছারাম মন্ডল ছেলে। সোমবার ( ১৬ জুন ) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকালের দিকে কাটবুনিয়া মৎস্য ঘেরে অবস্থান করছিলেন নিহত ললিত মন্ডল ।এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়।দূর থেকে থাকা নিমাই মন্ডল ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আম্বিয়া সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।