হরিঢালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবার নিরাপত্তাহীনতায়, থানায় জিডি

Date:

Share:

এম,আজাদ হোসেন,কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে এক ব্যক্তিকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তার পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন অভিযোগে ওই ব্যক্তির মা মিনা বেগম পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৩৫৩, তাং ৯/৬/২৫।

সাধারণ ডায়েরি সূত্র প্রকাশ, গত ২৮ মে দুপুর 2 টার দিকে হরিঢালী গ্রামের মুন্সী কামরুল ইসলামের ছেলে মুন্সি রাহান (১৯) কে বাড়ির পাশে সরকারি পুকুর পাড়ে একই এলাকার বাবর আলী চৌধুরীর ছেলে মিজাম চৌধুরী, মিজান চৌধুরীর ছেলে বাদশা চৌধুরী ও নয়ন চৌধুরীর সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সেখানে মারামারি ও সংঘটিত হয়। এ সময় মুন্সী রাহান ভীত সন্ত্রস্ত হয়ে ঘটনাস্থল থেকে তার বাড়িতে দৌড়ে পালায়, সে সময় উপরে উল্লেখিত ব্যক্তিরা তার বাড়ির উঠানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারতে উদ্যত হয় এবং তারা তাকে খুন জখমের হুমকি প্রদান করে। শুধু তাই নয়, তারা বলতে থাকে আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি, এই ধরনের হুমকি প্রদান করে তারা বাড়ির উঠান ত্যাগ করে। ওই ঘটনায় পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা হরিঢালী পুলিশ ক্যাম্পের এস আই জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব ।