তালায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের অভিযানে ও থানা পুলিশের সহায়তায় ২১৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তালা থানার আটারই গ্রামের আমজাদ হোসেন খাঁ বাড়ি থেকে তার স্ত্রী সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তালার আটারই গ্রামের মো. আমজাদ হোসেন খাঁ,র স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৩৫) এবং কলারোয়ার হিজলদী গ্রামের মৃত মোহম্মাদ আলীর ছেলে মোঃ আজগর সরদার (৪৫) ।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ও থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্প জানতে পারে তালা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল তালা থানার পুলিশের সহায়তায় আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় খাঁ পাড়ার আজমাদ হোসেন খাঁ,র বাড়ি থেকে তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম ও মোঃ আজগর সরদার কে আটক করা হয় এবং তাদের হেফাজত হতে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের তালা থানায় হস্তান্তর পূর্বক র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে তালা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬১ স্মারণিক ১৪ (গ)/৪১ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ১৫ তারিখ-২৯/০৫/২৫।

তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই সুমন মন্ডল। তিনি মামলাটি তদন্ত করবেন।