রবিবার দুপুরে তালায় থানা পুলিশের বিশেষ অভিযানে চারটি প্লাষ্টিকের কৌটায় ১৭,৫০০ পিছ অবৈধ চিংড়ি(রেনুপোনা) আটক করে অবমুক্ত করা হয়েছে।
তালার খেশরা শালিখা নদীতে মৎস্য অফিসের সহয়তায় অবৈধ চিংড়ি (রেনুপোনা) অবমুক্ত করেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন। এসময় উপস্থিত ছিলেন, তালা-পাটকেলঘাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান,তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা থানার সেকেন্ড অফিসার এস আই বুলবুল, খেশরা ক্যাম্পের আইসি মোঃ মনিরুজ্জামান, তালা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন সরদার প্রমুখ।
