তালার রহিমাবাদ ঘৌড় দৌড় অনুষ্ঠিত

Date:

Share:

রবিবার(২৫ শে মে) দুপুরে রহিমাবাদ-হরিশ্চন্দ্রকাটি-মোবারাকপুর যুব সংঘ কতৃক আয়োজিত রহিমাবাদ-হরিশ্চন্দ্রকাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিশাল ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘৌড় দৌড় প্রতিযোগিতায় প্রায় ২০ টি ঘৌড়া অংশ গ্রহন করে।

ঘৌড় দৌড় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব।

শিক্ষক অলিউর রহমান ও প্রভাষক নাসিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবেক উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ। ঘৌড়া দৌড়া উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার নারী পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরী হয়। দৌড় প্রতিযোগিতা শেষে অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।