তালা প্রতিনিধি
আজ শনিবার বিকাল তিনটায় খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ সফল করতে তালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১২টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
সর্বশেষ প্রস্তুতি সভায় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুমিরা ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল হক রাজু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন বিএনপি নেতা গাজী আছির উদ্দিন,ইসলামাকাটি ইউনিয়ন বিএনপি নেতা গাজী সুলতান আহমেদ, বিএনপি নেতা মাষ্টার শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্ল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহন করেন।
প্রধান অতিথি “খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে” সমাবেশ সফল করতে তালা-কলারোয়া ২৪টি ইউনিয় ও একটি পৌরসভা পৃথক পৃথক ভাবে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন ঐক্যবদ্ধ ছিলাম আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তিনি খুলনার ঐতিহাসিক তারুণ্যের সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করার জন্য আহব্বান জানান।
