তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ প্রতিপাদ্যে সামনে রেখে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন, তালা বাজার বণিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলাম, উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুণ-অর-রশিদ খোকন, শ্রমিক নেতা কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, হেকতম আলী, খায়রুল ইসলাম,লিয়াকত হোসেন প্রমুখ।

অপর দিকে, জামায়াতে ইসলামের উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মে দিবস পালিত হয়েছে। তিনরাস্তার মোড়ে পথ সভায় উপজেলা কমিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব মো. মাহমুদুল হক। উপজেলা কমিটির সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হালিমের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী। উপদেষ্টা ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো.গোলাম ফারুক, উপদেষ্টা মাওলানা কবিরুল ইসলাম,উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পাটকেলঘাটা উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।