তালা প্রতিনিধি
তালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের পৃথক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা ডাক বাংলোর সামনে প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাঃ গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক নেতা অধ্যাঃ মোশারাফ হোসেন,মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, ইমাম পরিষদ নেতা মাওঃ তাওহিদুর রহমান, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক সম ইয়াছিন উল্লাহ,সাংবাদিক বি.এম জুলফিকার রায়াহান, ইউপি সদস্য ফারুক হোসেন ।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সাংবাদিক হাসানুর রহমান,তালা উপজেলা যুব দলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন,ছাত্রনেতা মেহেদী হাসান সাগর, সাংবাদিক খানঁ নাজমুল হুসাইন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, বিভিন্ন কলেজের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ সহস্রাধিক লোক এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
অপরদিকে রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এই উপজেলা কে সুন্দর ভাবে গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি একজন নম্র, ভদ্র ও সাদালাপি মানুষ। তিনি সকল পেশার মানুষের সাথে হাসিমুখে কথা বলেন। এমন একজন গুণী মানুষ কে তালা থেকে সরানোর জন্য একটি কুচক্রীমহল উঠেপড়ে লেগেছে। তার নামে মিথ্য তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
