দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলার পারুলিয়া খলিশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার ভোররাতে তিনি বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাস্ট্রীয মর্যাদা প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হেসেন মোফা, বীর মুক্তিযোদ্ধা তৌফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা জি.এম আহম্মদ আলী। মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন দেবহাটা থানার এসআই তাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ৯নং সেক্টরের আওতায় ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে খানজিয়া এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। নামাযে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
