তালায় ঘের ব্যবসায়ীর মৃত্যু,দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় বিশিষ্ট ঘের ব্যাবসায়ী মোঃ বজলুর রহমান শেখ (৫৬) এর মৃত্যু দাফন সম্পন্ন। গত ২ নভেম্বর রবিবার রাত্র ১০ টা দিকে বিনেপোতা নামক স্থানে তিনি আকস্কিক অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে গভীর রাতে সাতক্ষীরা মেডিকেল ও পরে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কালে গতকাল ৩ নভেম্বর মৃত্যু বরন করেন। তিনি মরহুম ইছারুদ্দীন শেখ এর পুত্র। তিনি মৃত্যুকালে স্ত্রী এক পুত্র এক কন্যা সন্তান রেখেযান। একমাত্র পুত্র সন্তান শেখ রাজু আহমেদ তুহিন (২৫)।

মরহুমের প্রথম জানাযা নামাজ তালা কাছেমুল উলুম মাদ্রাসা ও মসজিদ চত্বরে ও দ্বিতীয় জানাযা নামাজ মাগরিব নামাজবাদ জেয়ালানলতা গ্রামে নিজ বাড়িতে অনুষ্টিত হয়। গ্রামের বাড়িতে জানাযা নামাজে ঈমামতি করেন উত্তর জেয়ালা নলতা জামে মসজিদের খতিব মাওলানা মুহাঃ হায়দার আলী মোড়ল। জানাযা নামাজে মাওলানা মুহাঃ আব্দুর রহিম, তালা প্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলাম সহ-সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করেন।