তালা প্রতিনিধি
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের আবুবক্কর শেখ (৭৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দুইটা আটচল্লিশ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পাঁচরোখী দক্ষিণপূর্বপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ আব্দুর রব সাহেব। এ সময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, মাওলানা মুহাঃ আব্দুল হালিম মোল্ল্যা সহ এলাকার শতশত ধর্মপ্রাণ মানুষ। মৃত্যুকালে আবুবক্কর শেখ স্ত্রী, দুই পুত্র, ভাই, ভাইপোসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
