তালা প্রতিনিধি
তালার খলিশখালী পাকশিয়া এলাকায় ঘরের সানসেট ধসে তন্দ্রা মণ্ডল (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্দ্রা মণ্ডল পাকশিয়া গ্রামের সনাতন মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তন্দ্রা মণ্ডল ও তার স্বামী সনাতন মণ্ডল বাড়ির পুরনো টিনের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ঘরের পুরনো সানসেট ভেঙে নিচে পড়ে যায়। সানসেটের ভারী অংশ তন্দ্রা মণ্ডলের মাথায় আঘাত হানে, এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত তন্দ্রা মণ্ডল ছিলেন দুই সন্তানের জননী। পরিবার ও স্বজনরা এখন গভীর শোকে মর্মাহত।
খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। তন্দ্রা মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
