তালা প্রতিনিধিঃ
তালার বারুইহাটি গ্রামের মরহুমের মকছেদ আলী সরদার (৯০) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। দাফন সম্পন্ন জাতীয় পার্টির শোক প্রকাশ।
গত ২৯ শে সেপ্টেম্বার বুধবার রাত্র ১০ টা ৫০ মিনিটে বারুইহাটিস্থ নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। ৩০ শে অক্টোবার বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় জানাযা নামাজ শেষে বারইহাটি দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদে সংলগ্ন দাফন করা হয়। তিনি আমৃত্যু পল্লীবন্ধুর দল জাতয়ি পার্টির সাথে যুক্ত ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবদিক এস.এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক জাপা নেতা শেখ সিরাজুল ইসলাম,এ্যাড জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, এস.এম জাহাঙ্গীর হাসান,শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব,মীর কাউয়ুম ইসলাম ডাবলু,বিএম বাবলুর রহমান,যুবসংহতির উপজেলা সভাপতি এস.এম তকিম উদ্দীন,সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান,উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম,রাজু,সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চুসহ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে হাজির হন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
