তালা প্রতিনিধি
তালা উপজেলার সুজনসাহা নাথপাড়ায় ৮০ বছর বয়সী এক প্রবীণ পাট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামকাটি ইউনিয়নের সুজন সাহা বাজার সংলগ্ন শুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে পাট ব্যবাসায়ী বৈদ্যনাথ দেবনাথের মরদেহ উদ্ধার করে পুলিশ। শান্ত-স্বভাব ও সমাজে সুপরিচিত এই ব্যবসায়ীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের পাশাপাশি রহস্যের জন্ম দিয়েছে।
স্থানীয় প্রতিবেশী মিজানুর জানান, মঙ্গলবার রাতে নিয়মমতো খাবার খেয়ে ঘর থেকে বের হয়েছিলেন বৈদ্য নাথ। এরপর আর তাকে বাড়িতে ফিরতে দেখা যায়নি। পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। পরদিন সকালে প্রতিবেশী শুব্রত মল্লিকের সুপারি বাগানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বৈদ্যনাথ দেবনাথ ছিলেন শান্ত-স্বভাবের মানুষ এবং এলাকায় তার সুনাম ছিল। হঠাৎ এমন মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ও রহস্যের গন্ধ।
এসংক্রান্ত তালা থানার একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মামলা নং-৩৭,তারিখ-০৮.১০.২৫। মামলাটির তদন্ত অফিসার এসআই তুষার।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, “প্রাথমিকভাবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ”
