তালায় মরহুম মির্জা রিয়াজুল হকের কুলখানি অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় কৃতি ফুটবলার,বিশিষ্ট সমাজ সেবক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মির্জা রিয়াজুল হক (ছোট মির্জার) রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে।

গতকাল (শুক্রবার) জুম্মার নামাজবাদ পরিবারের আয়োজনে মরহুম মির্জা রিয়াজুল হক (৮২) এর মাঝিয়াড়াস্থ নিজ গ্রামের বসত বাড়িতে কুলখানী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে শতশত মানুষ অংশ গ্রহন করেন। এর আগে মির্জা রিয়াজুল হক (ছোট মির্জার) রুহের মাগফেরাত কামনায় গ্রামবাসির পক্ষ থেকে শিবপুর, মাঝিয়াড়া জামে মসজিদে দোয়া ও মোনাজাত পালিত হয়।

জুম্মাবাদ মাঝিয়াড়া গ্রামের বাড়িতে দোয়ানুষ্ঠানে অংশ গ্রহন করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক, যুবদলের তালা উপজেলা আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, বিএনপির ওয়ার্ড সভাপতি গাজী সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শেখ আব্দুল লতিফ, যুব সংহিতর সিনিঃ সহ-সভাপতি খাঁন ফারুক হুসাইন,শিক্ষক গাজী কামরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সাবেক সংগঠক মির্জা সাকিবসহ এলাকার সর্বস্তরের মানুষ দোয়ানুষ্ঠানে শরিক হন। তালাকে যারা নেতৃত্ব দিতেন তাদের মধ্যে একজন। মরহুম মির্জা রিয়াজুল হক (ছোট মির্জার) অর্থনৈতিক স্বাবলম্বি ছিলেন না কিন্তুু কখনও অর্থের পিছনে দৌড়াননি কারও কাছে হাত পাতেনি। তিনি এ অঞ্চলের জলবদ্ধতার বন্যার পানি গোপালপুর স্লুইজগেট দিয়ে কপোতাক্ষ নদিতে প্রবাহিত হত। গেটের পাখা ওঠা নামা করাতেন তিনি। বিনা পারিশ্রমিকে ৪০ বৎসর ফ্রি সেবা দিয়েছেন তেঁতুলিয়া, কুমিরা, তালা, ইসলামকাটি ইউনিয়নের মানুষের হাজার মানুষের ঘরবাড়ি বিলঞ্চলের বন্যার পানি নিষ্কাষনে সহায়তা করে মানুষকে রক্ষা করেছেন। মিলাদ মাহফিল দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ আব্দুল আলিম।