ইউএনও দীপারানী সরকারের শুভ বিজয়ার শুভেচ্ছা

Date:

Share:

শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গোৎসব প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।  “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম। তিনি তালাবাসির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছেন।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।তালা উপজেলায় সুন্দর এবং সুষ্ঠ ভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দুর্গাপূজা মূলত সমাজে ন্যায়-অন্যায় অবিচার, অসুরশক্তির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য পালিত হয়। সনাতন সম্প্রদায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতি বছর আন্তরিকতার সাথে দিবসটি পালন করে থাকেন। তিনি আরও বলেন, “দূর্গাপূজা শুধুমাত্র সনাতন সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা হলো শারদীয় দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য।

তিনি আশা প্রকাশ করেন ধনী-গরীব নির্বিশেষে সবাই এই আনন্দকে সমানভাবে ভাগাভাগি করবে। দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ, শোক, জরা, ব্যাধি ও মহামারী দূরীকরণ হবে এবং বিশ্বজুড়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির অভ্যুদয় ঘটবে।