তালার সাবেক কৃতি ফুটবলার ও সমাজ সেবক ছোট মির্জা আর নেই,দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় বিশিষ্ট সমাজ সেবক,কৃতি ফুটবলার, সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মির্জা রিয়াজুল হক ছোট মির্জা( ৮২) আর নেই। ইন্নালিল্লাহে —- রাজেউন।

গতকাল মঙ্গলবার প্রত্যুষে ৬ টার সময় তিনি মাঝিয়াড়া নিজ বাড়িতে আকষ্কিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী,চার পুত্র, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি তালা উপজেলা যুবদলের আহকবায় মির্জা আতিয়ার রহমানের ছোট চাচা।

গতকাল বাদ আছর মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজ ও দাফনে অংশগ্রহন করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দীন, সৈনিক পার্টির তালা উপজেলা সভাপতি অবঃ সেনা কর্পোরাল মো. রফিকুল ইসলাম খাঁ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান,বিএনপি নেতা রশিদ গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সংগঠক মির্জা সাকিব, রবিউল ইসলাম রবিসহ মরহুমের আত্নীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ এলাকার শতশত মানুষ অংশগ্রহন করেন। জানাযা নামাজে ইমামতি ও দাফন শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করে মাওলানা মুহা. আব্দুল আলিম।