তালার ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন
তালা প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীকে ঘিরে আনন্দ ও উৎসবের আবহে রঙিনে তালা উপজেলার ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে হতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিরামহীনভাবে ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের একাধিক পূজা মন্ডপ গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন, ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন,“বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে থেকেছে এবং থাকবে। ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব । তাই আসুন, সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।”
এ সময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেকযুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন,তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, ইসলামকাটি বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আনিচুরজ্জান আনিচ, ইউপি সদস্য ও উপজেলা জাসাস নেতা আলামিন,বিএনপি নেতা অমল দত্ত, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা খান নাজমুল হুসাইন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুননেছা মিনি, উপজেলা ছাত্রদলনেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
