তালায় খলিলনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন
তালা প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে তালার খলিলনগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় তালার খলিলনগর হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে খলিলনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের জনগণ তা প্রতিহত করবে। তিনি এমপি থাকাকালে তালা-কলারোয়ায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন পরবর্তীতে তেমন আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগত জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উপজেলা যুবদলের সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের নির্বাচনী টিম প্রধান আবুল হাসান হাদী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান ও বিএনপি নেতা নুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজী আছির উদ্দিনকে সভাপতি, মালি মোসলেম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মাস্টার শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক, গাজী আব্দুর হান্নানকে যুগ্ম সম্পাদক এবং জি এম শহিদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
