তালায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জামায়াতের সাম্প্রীতি সভা অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় দূর্গা পূজার সার্বিক খোজখবর ও হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ শে) সেপ্টেম্বার সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া ) আসনের সংসদ সদস্য পদপ্রাথী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়না তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। এবং শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় থাকবে, ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত তার প্রমাণ রেখেছে।

তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক ডাঃ আফতাব উদ্দীন, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান,মাগুরার ইউপির সাবেক চেয়ারম্যান প্রফেসর আয়ুব আলী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাপ হোসেন ও সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষসহ তালা উপজেলা প্রায় সকল পূজা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি বর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।