তালা প্রতিনিধি ঃ
তালার পল্লীতে স্ট্রোক জনিত কারণে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তালা উপজেলার কলাপোতা গ্রামের জিয়া মোড়লের ছেলে ও তেরছি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনী পড়ুয়া ছাত্র তাহসিফ মোড়ল (১৪) মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের খাটে বসে পড়াশুনা করছিলেন। পড়াশুনা চলমান থাকাবস্থায় হঠাৎ করে তাহসিফ ঘরের খাট থেকে পরে যাওয়ার শব্দ শুনতে পান পরিবারের লোকজন। এসময় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত্যু অবস্থায় তাকে দেখতে পান।
এলাকাবাসী জানান, কলাপোতা গ্রামের জিয়া মোড়লের একমাত্র ছেলে তাহসিফ খুবই মেধাবী ও শান্ত শিষ্ট স্বভাবের ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
