তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে জামায়াতের গণসংবর্ধনা

Date:

Share:

তালা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা -১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ পবিত্র হজব্রত পালন শেষে নিজ নির্বাচনী এলাকায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে তালা সদর ডাকবাংলোয় হলরুমে তালা সদর ইউনিয়ন জামায়াতের ইসলামীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তালা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
জামায়াতের নেতা মোঃ ওয়াহিদুজ্জামান রিপন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই মাস জুলাইয়ের মাস, কোটা বিরোধী আন্দোলনের মাস। এই মাসের শহীদ আবু সাঈদ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বুক পেতে দিয়ে শহীদ হয়। আগামী নির্বাচনে আমরা এমন একটি দলকে ভোট দেবো যারা চাঁদাবাজ মুক্ত, জুলুম শোষন মুক্ত, অন্যায়ের সঙ্গে লিপ্ত নহে, এমন দলকে ভোট দেয়ার আহবান জানান।

এর আগে প্রথমে সকাল ১০ ঘটিকার সময় সুভাষিনী বাজারে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন তিনি।এর পর দুপুরের পবিত্র জুম্মার নামাজ আদায় করেন তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা মসজিদে।