এম আজাদ হোসেন, কপিলমুনি খুলনা: পিলমুনির সংবাদপত্র পরিবেশক ও খুলনা জেলা হকার্স ইউনিয়নের সদস্য আইডি নং ২৫৭ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
জানা যায়, ১৭ জুন রাত সাড়ে আটটার দিকে কপিলমুনি বাজারের প্রধান সড়কে পাইকগাছাগামী একটি মোটর সাইকেল কামরুল ইসলাম এর পেছন থেকে আঘাত করে, আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এতে তার গলার পাশের একটি হাড় ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেন, তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন তার সহকর্মীরা। অসহায় কামরুলের চিকিৎসার জন্য বেশ টাকার প্রয়োজন তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৬১৮ ৪০ ৩১ ১২।
