তালায় পৃথক দুটি কর্মী সভায় হাবিবুল ইসলাম হাবিব
তালা প্রতিনিধিঃ
তালায় বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী সমর্থনে মাগুরা ও ইসলামকাটি ইউনিয়ন বিএনপির শীর্ষনেতাদের সমন্বয়ে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের হলরুমে পৃথক কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ।
গতকাল (৯ নভেম্বর) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই হলরুমে পৃথক দুটি ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইসলামকাটি ইউনিয়ন বিএনপির কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, এবং মাগুরা ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। উভয় কর্মী সভায় সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (ইসলামকাটি) ও এস এম শহিদুল ইসলাম (মাগুরা) সঞ্চালনা করেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে। তালা-কলারোয়ার জনগণ বারবার প্রমাণ করেছে—তারা অন্যায়ের কাছে নতি স্বীকার করে না। আসুন সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় তাকে অন্যায়ভাবে ৭০ বছরের সাজা প্রদান করা হয়েছিল, তিনি ৪ বছর কারদন্ড ভোগ করেছেন। ইতিমধ্যে সকলের দোয়ায় মহামান্য হাইকোট থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস প্রাপ্ত হয়েছেন। তিনি আগত সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা কলারোয়ার) উন্নয়ন ও অধিকার বঞ্চিত মানুষের অধিকারি নিশ্চিতে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার আহব্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম মধু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কোর্টের অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, বিএনপি নেতা খান আব্দুর রাজ্জাক, আবু হোসেন খান মন্টু, ইউপি সদস্য শেখ এজাহার আলী, মনিরুল ইসলাম, অমল দত্ত, মহিদুজ্জামান মধু, আতাউর রহমান, মনিরুজ্জামান মনি, আব্দুল গাফফার, নজরুল ইসলাম, মোস্তফা, আলতাব হোসেন, যুবনেতা ফারুক হোসেন, জাকির হোসেন, খোরশেদ আলম, অধ্যাপক সাইদুর রহমান, রেজাউল গোলদার, শেখ এখলাছুর রহমান, ফারুক পাড়, শরিফুল ইসলাম,সাংবাদিক কে এম আনিছুর রহমান, সাংবাদিক খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা ইমরান গোলদার প্রমুখ। দুই ইউনিয়নের মোট ১৮টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
