আশাশুনির শ্রীউলায় ক্যাপাসিটি বিল্ডিং ও নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত

Date:

Share:

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জিসিএ প্রকল্পের আওতায় নারী জীবিকায়ন দলের জলবায়ু সহনশীল টেকসই জীবিকায়ন এবং ন্যায্য বাজারজাতকরনে স্টেকহালডারদের সক্ষমতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলান ২১ জন নারী জীবিকায়ন দলের সদস্য ২ জন ইনপুট ভেন্ডর ২ জন আউটপুট ভেন্ডর ৩ জন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ২ জন ইউপি সদস্যসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রজেক্ট অফিসার জনাব মোঃ ওয়ালিদ হোসেন বলেন এই কার্যক্রমটি নারী জীবিকায়ন দলের জন্য অর্থায়নের সুযোগ সহজতর করে জলবায়ু সহনশীল জীবিকা এবং মূল্য শৃঙ্খল বিনিয়োগকে শক্তিশালী করবে এবং অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্তায় প্রবেশাধিকার ও স্থিতিস্থাপক মূল্য শৃঙ্খল উন্নয়নকে উৎসাহিত করবে। ইউনিয়ন, উপজেলা,জেলা স্তরের পিপিআই প্ল্যাটফর্মগুলি সহযোগিতা উদ্ভাবন এবং সহ অর্থায়নকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে। দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করার জন্য জ্ঞান ভাগাভাগি উন্নত অনুশীলন এবং আর্থিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমটি প্রকল্পের প্রস্থান কৌশলের সাথেও সামঞ্জস্যপূর্ণ যাতে সম্প্রদায়গুলি স্বাধীনভাবে স্থিতিস্থাপক জীবিকা বজায় রাখতে সক্ষম হয়।এনজিএফ কালিবাড়ি শাখা ব্যবস্থাপক জনাব জি এম মোখলেছুর রহমান বলেন ব্যবসায়িক প্রবৃদ্ধি উন্নত করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নারী জীবিকায়ন দলের সদস্যদের প্রবেশাধিকার তৈরি খুবই গুরুত্বপূর্ণ।এলক্ষে আজকের এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এসময় আর আর এফ আশাশুনি শাখা ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান ও এসডিএফ ক্যাশিয়ার শেফালী গাইন তাদের সংস্থার বিভিন্ন মেয়াদ ভিত্তিক বিভিন্ন প্রকল্প ভিত্তিক সহজশর্তে ঋন পাওয়ার শর্ত নিয়ে আলোচনা করেন।তাছাড়া ইনপুট ভেন্ডর ও আউটপুট ভেন্ডরা নারী জীবিকায়ন দলের সদস্যদের বাজার ব্যবস্থায় সহজশর্তে প্রবেশাধিকার নিশ্চিত করতে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অতপর উন্মুক্ত আলোচনায় ইউপি সদস্যরা বলেন আমাদের এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পণ্যের ন্যায্য মূল্য পেতে ও সহজশর্তে ঋন পেতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে সকালে মাঝে নাস্তা যাতায়াত প্রদান করে কর্মশালা শেষ হয়।কর্মশালাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ফ্যাসিলিটেটর মোঃশাহাদাত হোসেন। প্রকাশ প্রকল্পটি বাংলাদেশ সরকারের গ্রীন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে ইউএনডিপি এর কারিগরি সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।