তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজবাদ তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামায়তে ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।
উপজেলা কমপ্লেক্স মডেল মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার আমির মাওলানা মফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত ইসলামির উপজেলা কর্ম পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, তালা প্রেসক্লাব সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হোসেন, তালা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান, বিএনপি নেতা শিক্ষক বিশ্বাস ওয়াজেদ আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা সভাপতি জামালুল বান্না, সাংবাদিক এস.এম মোতাহেরুল হক শাহিন সহ স্থানীয় মুসল্লীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান। অনুষ্ঠান শেষে পার্শ্ববর্তী মাদ্রাসা, মসজিদের মুসল্লী বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,এতিমখানার ছাত্রবৃন্দের সম্মানে তালা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুপুরের খাবার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।
