তালায় তেঁতুলিয়ার জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বুধবার(২০ শে আগস্ট) দুপুরে উক্ত এলাকা পরিদর্শনকালে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, মানুষের কষ্ট আমাকে ব্যথিত করেছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই বাধ সহ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। এ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কেশবপুর,ডুমুরিয়া ও তালা কলারোয়া এই তিন সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ এ উজানের পানি কেশবপুর থেকে নেমে আসে তালার অঞ্চল দিয়ে সে পানি ডুমুরিয়া এলাকায় প্রবেশ করে। সেসব নদী,খাল পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় প্রতিবছর এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তিনি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম।এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি সকালে তেতুলিয়া ইউনিয়নের মহিলাকর্মী সমাবেশের আলোচনা সাভায় অংশগ্রহণ করেন।