তালায় শিক্ষক কাজী আমিনুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

Date:

Share:

তালায় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শিক্ষক কাজী আমিনুল হক আফরা স্যারের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত।

মরহুম কাজী আমিনুল হক আফরা মাঝিয়াড়া, তালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৯৭৩ সাল থেকে ২০২০ সাল পর্ষন্ত আমৃত্যু ৪৭ বছর তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জনপ্রিয় ফুটবলার এবং খ্যাতনামা রেফারি এবং তিনি তালা শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক ,তালা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এবং মেলাবাজার জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তাছাড়া তিনি সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন। সর্বদা হাসি মুখে কথা বলতেন জীবনে কোন মানুষের সাথে কালমুখ করে কথা বলেননি। সকলের প্রিয় মানুষটির গতকাল ৫ ম মুত্যু বার্ষিকী চলেগেল। কোনপুত্র সন্তান না থাকায় মেয়ে জামাই নাতি নাতনী ভাইয়েরা সকলের নিকট মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত সহ দোয়া কামনা করেছেন।