যথাযোগ্য মর্যাদায় তালায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত উপলক্ষে তালা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভায় তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায় এর- সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নিবার্হী অফিসার দীপা রানী সরকার।

তালা উপজেলা পূজা উদযপান পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন তালা উপজেলা বিএনপি’র, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জাময়ায়েত ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, গোপালপুর মন্দির কমিটির সভাপতি তারক রাহা। উপস্থিত ছিলেন শিব শংকর পাল, রাম প্রসাদ হালদার, দিপংকর হালদার, দিবাশিষ পাল, তরুণ হালদার, কৃষ্ণপদ দাস, তীর্থ কুমার দে প্রমূখ।

এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অমল দত্ত ও সরজিৎ সরকার- সার্বিক তত্বাবধানে র‌্যালি একটি গোপালপুর রাধা কৃষ্ণ মন্দির থেকে বাদ্যযন্ত্রের বাজনা বাজিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের প্রায় দুই কিালোমিটার পথ পায়ে হেটে তালা বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা বাজার সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এসে শেষ হয়। পরিশেষে সকল ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ভগবান শ্রী কৃঞ্চ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জম্ম গ্রহন করেন। ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল মানবজাতির কল্যান ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য।

সভাপতির বক্তব্যে বাবু মৃনাল কান্তি রায় বলেন, হিন্দু পুরান মতে প্রায় ৫২৫১ বৎসর পুর্বে জ্যোতিষসাস্ত্রীর গননা অনুযায়ী ৩২২৮ খ্রিষ্টপুর্বাব্দে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে মানবের কল্যানের জন্য শ্রীকৃষ্ণ জম্ম গ্রহন করেন।