তালায় ৫ জন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় থানা এলাকাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ ই আগস্ট) দিবাগত রাতব্যাপি পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ ইদ্রিস,ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ আব্দুল্লাহ, তালা সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা মীর রাসেল, উপজেলা ছাত্রলীগের নেতা ইমরান হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন।তালা থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তালা থানায় রুজু অন্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তালা থানায় মামলা নং-৬।