তালা প্রতিনিধি:
তালায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(০৫ আগস্ট) বিকালে তালা বি দে হাই স্কুল মাঠ হতে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে তালা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা সাবেক বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলা সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ ও তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সি.সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম বিশ্বাস, তালা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ।
পরিশেষে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুথ্যনে আগে পরে যারা জীবন দিয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এ গণঅভ্যুত্থান গড়ে তোলা হয়েছে। খালেদা জিয়া কখনো ক্ষমতার লোভে ছিলেন না, ছিলেন জনগণের পক্ষে। ২০০৮ সালের নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়। এবং সঠিক সময়ে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি করেন, যাতে করে সাধারণ মানুষ তাদের মূল্যবান ভোর পছন্দ মতন প্রার্থীকে দিতে পারে ও সরকার গঠন করে আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে পারেন।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
