বিজ্ঞ অতিঃ দায়রা জজ আদালত তালা প্রেসক্লাব সভাপতি কে ডাকাতি মামলায় খালাস প্রদান করেন

Date:

Share:

তালা প্রতিনিধি
গণঅভ্যুত্থানে বিদায়ী সরকার দলীয় এক নেতার করা ছিনতাই ও ডাকাতি মামলায় খালাস পেয়েছেন সাতক্ষীরার তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম সহ চারজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে বারটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক শরিফ মো. সানাউল হক এই রায় ঘোষনা করেন।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি, তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম নজরুল ইসলাম (৫৯), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪৮)।

মামলার সূত্রে জানাযায়, ২০১৭ সালের ১২ জুলাই তালার ইসলামকাটী ব্রিজের সন্নিকটে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৮৫ হাজার টাকা অস্ত্রের মুখে জিম্মি করে বাদীর নিকট থেকে ছিনতাই করে নেয়। উক্ত মামলাটি পর্যায়ক্রমে বিচারিক আদালত দায়রা ৬৪৩/১৮, ধারা ৩৯৪ দণ্ডবিধি। বিজ্ঞ অতিঃ দায়রা জজ ১ম আদালতে গত ইংরেজী ২৭ জুলাই বাদি সহ- বাদিপক্ষের মানিত চারজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। গতকাল বৃহষ্পতিবার আরগুমেন্ট শেষে বিজ্ঞ আদালত বাদী পক্ষ সাক্ষ্য প্রমানে মামলাটি প্রমান করতে বার্থ হওয়ায় সকলকে খালাস প্রদান করেন। দীর্ঘ নয়টি বৎসর ষড়যন্ত্রমূলক এই মামলাটি আইনী লড়াই শেষে বিজ্ঞ আদালত খালাস প্রদান করলেন। এ্যাডঃ আশরাফুজ্জামান আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন। পরিকল্পিত ভাবে ফাঁসাতে তৎকালীন সরকার পক্ষের এক ব্যক্তিকে ইন্ধন দিয়ে সাজানো ছিনতাই, ডাকাতি মামলা করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিপক্ষ কে ফাঁসাতে এই মামলার উৎপত্তি।

তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে জনগণের ভোটে পুনরায় বিজয়ী হলেও নৌকা প্রতিকের আ.লীগ প্রার্থীকে জয়ী ঘোষনা করা হয়। তখনকার নেতাদের ইন্দনে তার বিরুদ্ধে কাল্পনিক ডাকাতি মামলা দায়ের করা হয়।