তালা প্রতিনিধি
তালার ৫ নং তেতুলিয়া ইউনিয়নের উপকারভোগী আমন চাষীদের মাঝে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম ও সুমন মন্ডল। এসময় ৫ কেজি আমন ধানের বীজসহ ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি পটাশ সার এর নেতৃত্বে ১৬০ জন উপকারভোগী চাষীদের মাঝে শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়।
উপকারভোগী চাষীদের সাথে সরাসরি সাক্ষাৎকারে জানা যায়, বর্তমান আমন মৌসুমে সকল প্রতিকূলতার মধ্য দিয়েও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় চাষিরা সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, ইতিপূর্বে অত্র ইউনিয়নে সার ও বীজ প্রদানে অনেক অনিয়ম ও সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
উপজেলা সহকারী কৃষি অফিসার বলেন, বর্তমানে আমরা নিজেদের মত করে কারো কোন হস্তক্ষেপ ছাড়াই যাচাই বাছাই অন্তে প্রকৃত চাষীদের মাঝে সরকার কর্তৃক প্রদেয় প্রাপ্য কৃষকদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা চাই।
