তালায় ছায়াবিথী ক্লাবের আত্নপ্রকাশ ও কমিটি গঠন

Date:

Share:

তালা প্রতিনিধি
তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছায়াবিথী ক্লাবের আত্নপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে হতে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। উক্ত আলোচনা সভায়, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়াবিথী ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে সাবেক তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম।

ছায়াবিথী ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাহিদের সার্বিক তত্বাবধানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তালা জালালপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ছায়া বিথী ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা এম মফিদুল হক লিটু।

ছায়াবিথী ক্লাবের হাফিজুর রহমান হাফিজ ও মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, তালা উপজেলার প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব জুলফিকার রায়হান, বক্তব্য রাখেন তালা বাজার বণিক সমিতির উপদেষ্টা রেজাউল ইসলাম রেজা, মাস্টার মারুফ হোসেন মুকুল, সাতক্ষীরা কোটের এপিপি অ্যাডভোকেট মোঃ আজিজ, অ্যাডভোকেট আসাদ, ছায়া বিথী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এহসান উল্লাহ, মীর মিল্টন, আহমাদ আলী, মহিলা সম্পাদিকা নাজমিন আক্তার কিয়া, ছাত্রনেতা আব্রাহাম রাসেল, যুবনেতা নুরু, রেজা, কবির প্রমুখ।আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।