ফলো আপঃ তালায় ভ্যানচালক হাবিবুর হত্যাকান্ডে ধুম্রজ্বাল সৃষ্টি, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার আটারই গ্রামের মৃত আব্দুল্লা মোড়লের ছেলে ভ্যানচালক হাবিবুর রহমান মোড়ল (৩০) হত্যাকান্ডকে ঘিরে এলাকায় জনমনে নানা গুজ্ঞন চলছে। হত্যাকান্ডে মা পারুল বেগম (৫৫) ১৬৪ ধারা জবানবন্ধিকে কেন্দ করে ধুম্রজ্বাল সৃষ্টি হয়েছে। হত্যা মামলাটি পুলিশ সুপার সাতক্ষীরার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

গত ২১ তারিখ রাত্র অনুমান ৯ টার সময় তালার আটারই গ্রামের এ ঘটনা ঘটে। নিহতের শরিলে ৪ টি স্থানে ধারালো অস্ত্রের মারাত্নক জখম যা তার মায়ের পক্ষে এমন আঘাত করা সম্ভব না। জেল খানায় ডিবি পুলিশ জিঙ্গাসাবাদ করলে হত্যাকারী সনাক্ত হবে। একটি চক্র হত্যাকারীদের আড়াল করতে সুকৌশলে নিহতের মাকে শিখিয়ে দিয়ে স্বীকারোক্তি করানো হয়েছে বলে এলাকাবাসী সহ সংশ্লিষ্টরা অভিযোগ করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দীন নিজে গোপন ও প্রকাশ্যে তদন্ত করলে এ হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটিত হবে মর্মে দাবি করেছেন অভিযোগকারীরা। যে কারনে এই হত্যাকান্ডে ধুম্রজ্বাল সৃষ্টি হয়েছে, তালা হাসপাতালে নিহত হাবিবুর রহমান এর মরদেহ থাকা কালে তার মা পারুল বেগম একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত ভিডিও বার্তা তার মা বলে তার পুত্র ও পুত্রবধূ সাথে ঝগড়ার এক পর্যায়ে তার পূত্রবধূ শান্তা খাতুন মাটিতে সজ্ঞাহীন হয়ে পড়লে আকর্ষিক বিদ্যু চলে যায়। এসময় অন্ধকারে তার পুত্রকে ধারালো দিয়ে কে বা কাহার কুপিয়েছে তাদের দেখতে পায়নি। কিন্তু পরক্ষণে অপর একটি ভিডিও বার্তা তার মা নিহত হাবিবুর রহমানকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করায় এ হত্যা কান্ডকে কেন্দ্র করে ধুম্রজ্বালের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, হাবিবুর রহমানকে তাদের বাড়ির উঠানে কোপানো হয়। ঘটনস্থলে সে নিহত হয়। তাৎক্ষণিক উঠানে থাকা রক্তে পানি ঢেলে ঝাটা দিয়ে ধুয়ে রক্তের আলামত নষ্ট করা হয়েছে। এর সাথে কারা জড়িত ? সেটি তদন্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। রক্ত মাখা ধারালো অস্ত্র ও পায়ের জুতা হত্যাকান্ডের আশে পাশে কোথায় গোপন করে রাখা হয়েছিল তা তদন্ত করলে বেরিয়ে আসবে।