তালায় সাংবাদিক জলিল আহমদের বাস্তভিটা উচ্ছেদে আদালতের হস্তক্ষেপ

Date:

Share:

            বিজ্ঞ আদালত কর্তৃক পক্ষগুলিকে দখলের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ
তালা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ জলিল আহমেদ ও তার ভাই শেখ আঃ সাত্তার এর বাস্তভিটা থেকে উচ্ছেদ করতে মব জাস্টিসের মাধ্যমে সরকারি রাজস্ব কর্মকর্তাদের মাধ্যমে প্রক্রিয়াধীন থাকায় তালা সহকারি জজ আদালতে দেওয়ানী ১৭/২০২৫ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। আলোচিত এই মামলার বিজ্ঞ বিচারক মোঃ শফিকুল ইসলাম দু’পক্ষের শুনানী অন্তে পক্ষ গুলিকে পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত মামলার জমি দখলের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত মামলায় বিবাদী ১। এমএ হাকিম ২। শেখ শফিকুল ইসলাম ৩। জেলা প্রশাসক সাতক্ষীরা, ৪। উপজেলা নির্বাহী অফিসার তালা, ৫। সহকারী কমিশনার ভূমি তালা, ৬। রেভিনিউ ডেপুটি কালেক্টর সাতক্ষীরা, ৭। ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তালাকে বিবাদী করে মামলা দায়ের করেন সাংবাদিক জলিল আহমেদ ও তার বড় ভাই আঃ সাত্তার।

আদালত সূত্রে প্রকাশ,গত ইংরেজী ২০-৪-২০২৫ বিজ্ঞ বিচারক দোতরফা মোঃ শফিকুল ইসলাম শুনানী অন্তে ইংরাজীতে রায় প্রদান করেন যার বাংলায় অনুবাদ এরুপ যে , “মামলা নং-১৭/২৫, অর্ডার নং-০৬,আজ অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। উভয় পক্ষই অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেছেন। দেখা গেছে বাদী দেওয়ানী কার্যবিধির ট/ঙ-৩৯ এর ১/২ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি আবেদন দাখিল করেছেন, যার মধ্যে রয়েছে আসামী নং ১ এবং ২ এর বিরুদ্ধে হলফনামা এবং নথিপত্র সহ অন্তর্বর্তীকালীন আদেশ। আমি উভয় পক্ষের কথা শুনেছি এবং নিষেধাজ্ঞা আবেদনের রেকর্ড এবং তার সাথে জমা দেওয়া কাগজপত্র পর্যালোচনা করেছি। বাদী পক্ষের অ্যাডভোকেট এর সমর্থনে নথি জমা দিয়েছেন। এটি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। যেহেতু মামলাটি বিচারাধীন এবং আবেদনকারী পক্ষ তার মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাই আমার মনে হয়, মামলার পক্ষগুলিকে মামলার জমির দখলের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া আরও ভাল হবে। সবকিছু বিবেচনা করে মামলার পক্ষগুলিকে এই বিষয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দখলের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আদেশ দেওয়া হলো মামলার পক্ষগুলিকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মামলার জমির দখলের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো ”।

এসংক্রান্তে বাদী পক্ষের বিজ্ঞ সিনিয়র আইনজীবি মোঃ সহিদুল ইসলাম(১) জানান, বাদী পক্ষের ৮৯ নং তালা মৌজার রেজিঃ দলিল,আর এস রেকর্ড যার ডিপি খতিয়ান নং ৬৭৭ হাল দাগ নং-২০৪৭ বাস্তু জমির পরিমান-৮ শতক ও তার স্ত্রীর নামে ক্রয়কৃত দুটি দলিলে সাড়ে চার শতক জমি যার আর এস ডিপি খতিয়ান নং ৭০৪ হাল দাগ নং ২০৪৮ মোট সাড়ে বারো শতক জমির একটি প্লট নালিশী সম্পত্তি হইতেছে। নালিশী বাস্তুভিটা হইতে যাহাতে বাদী পক্ষকে উচ্ছেদ করিতে না পারে সেকারণ তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০ এপ্রিল দোতরফা শুনানী অন্তে বিজ্ঞ আদালত নালিশী জমির দখলের ক্ষেত্রে পক্ষগুলিকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।